এটা লজ্জার, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বললেন ট্রাম্প, মার্কিন বিদেশসচিবের সঙ্গে কথা ডোভালের, উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিঁদুর’-কে ‘লজ্জাজনক’ বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে দ্রুত উত্তেজনা প্রশমন চেয়েছেন তিনি। অভিযানের পর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরিস্থিতির দিকে আমেরিকা নজর রেখেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও।

ঘটনার কথা শোনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘এটা লজ্জার। আমরা এই মাত্র খবর পেলাম। মনে হয়, অতীতে যা হয়েছে, তার ভিত্তিতে কিছু একটা যে হতে চলেছে, মানুষ তা জানত। অনেক দিন ধরে ওরা লড়ছে। আমি আশা করছি, দ্রুত এই সংঘাত থামবে।’’ পরে আমেরিকার বিদেশসচিব রুবিয়ো এক্স হ্যান্ডলে ভারত-পাক উত্তেজনার পরিস্থিতি নিয়ে পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ওয়াশিংটন চেষ্টা চালিয়ে যাবে, জানিয়েছেন রুবিয়ো। ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস পরে জানায়, রুবিয়োর সঙ্গে এ বিষয়ে ডোভালের কথা হয়েছে। অভিযানের বিষয়ে ডোভাল তাঁকে বিশদে জানিয়েছেন।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। মহাসচিব অ্যান্টনিয়ো গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ভারতের অভিযান নিয়ে গুতেরেস অত্যন্ত চিন্তিত। মুখপাত্রের কথায়, ‘‘নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি দুই দেশের কাছে সর্বোচ্চ সংযমের আবেদন জানিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনও সামরিক সংঘাতের ভার এই বিশ্ব এখন বইতে পারবে না।’’

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। সেখানকার বিদেশ বিষয়ক উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লা বিন জ়ায়েদ আল নাহ্‌য়ান একটি বিবৃতিতে বলেছেন, ‘‘বিভিন্ন দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য, যে কোনও সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি ও আলোচনাই সবচেয়ে কার্যকর উপায়।’’ ভারত এবং পাকিস্তানকে সংযত হয়ে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।

মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ভারত। সেনার দাবি, জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চলেছে। গুঁডি়য়ে দেওয়া হয়েছে একাধিক ঘাঁটি। পাকিস্তান সরকার আট জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। সীমান্তে সংঘর্ষ চলছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ১৫ দিনের মধ্যে প্রত্যাঘাত হেনেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023