এয়ারপোর্ট স্টেশন (জয় হিন্দ বিমানবন্দর স্টেশন) থেকে পরিদর্শন শুরু করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। সঙ্গে ছিলেন মেট্রো রেলওয়ে এবং নিউ গড়িয়া-এয়ারপোর্ট লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) উচ্চপদস্থ কর্তারা। যে এয়ারপোর্ট মেট্রো স্টেশন এসপ্ল্যানেডের মতোই ‘ইন্টারচেঞ্জ পয়েন্ট’ হতে চলেছে। কলকাতায় যে কয়েকটি মেট্রো লাইন আছে, তার মধ্যে দুটি বিমানবন্দর বা এয়ারপোর্ট মেট্রো স্টেশন ছুঁয়ে যাচ্ছে। একটি লাইন আসছে নিউ গড়িয়া থেকে। অপর একটি লাইন বারাসত থেকে আসছে (ইয়েলো লাইন)। নিউ গড়িয়া থেকে আসা লাইনের এয়ারপোর্ট স্টেশনে কবে পরিষেবা চালু হবে, তা স্পষ্ট নয়। তবে ইয়েলো লাইনে শীঘ্রই এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা চালু হতে পারে।