মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

আমার সোনার দেশ ডিজিটাল : ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি(২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন। আজ বুধবার পৌনে ছয়টার দিকে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সাকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদের নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্য থেকে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সাত কলেজে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করেন এই কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছে। এদের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবি সাংবাদিকতা বিভাগের মিশু আলি ও ঢাবি মাস্টার্স প্রিন্টিং এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকিব আল হাসান আহত হয়েছে।’ তবে, কারা তাদের উপরে হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মারামারিতে দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এর আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি। এদিকে, পদ না পেয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ছাত্রদের একাংশ। এসময় নানা স্লোগান দিতে থাকেন তারা। সংগঠকদের মধ্যে হাতাহাতিতে আহত দুই সমন্বয়ককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023