ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার পতনের আন্দোলন নাশকতার দিকে যাচ্ছে। আমরা খবর পাচ্ছি, প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল, এই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে গেছে। এমনও আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে মেরে ফেলা, লাশ বানানোর চক্রান্ত তাদের আছে এই নির্বাচনকে কেন্দ্র করে।

তিনি বলেন, খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। সব কিছু ব্যর্থ হওয়ার পর এখন তারা লিফলেট বিতরণ করছে। প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ঙ্কর কোনো হামলার। গুপ্ত হামলা, গুপ্ত হত্যার পথে তারা যাচ্ছে এমন খবর আমরা পাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023