‘আজ আবারও প্রেমে পড়লাম’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

রূপালি পর্দায় নাঈম ও শাবনাজ জুটি হয় ১৯৯১ সালের ৪ অক্টোবর। তাদের প্রথম সিনেমা ‘চাঁদনী’। এহতেশাম পরিচালিত এই সিনেমার সুবাদেই তাদের প্রেম-ভালোবাসা। আর ভালোলাগার কথাটি তাদের মুখ ফুটে প্রকাশ্যে আসে তারও কয়েক বছর পর- যা ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন।

দু’জনের ভাষ্য, ‘আমরা একে অপরকে পছন্দ করলেও, তা বলার সাহস আমাদের ছিল না। “বিষের বাঁশি” ছবির কাজ করতে গিয়ে আমাদের প্রেমের শুরু। আর ‘লাভ’ ছবির কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে। তবে শুরুতে আমরা কেউই বিষয়টি একজন অন্যজনকে বুঝতে দিতাম না।’ এভাই এগিয়ে যায় তাদের ভালোবাসা গল্প।

অবশেষে দুই পরিবারের মানুষজনের উপস্থিতিতে শাবনাজদের লালমাটিয়ার বাড়িতে ১৯৯৪ সালের ৫ অক্টোবর সকালে কাবিন ও সন্ধ্যায় বিয়ে করেন এই দুই তারকাশিল্পী। বিয়ের ২৮ বছর পূর্ণ হলোও তাদের ভালোবাসায় একটু ভাটা পড়েনি। আজও সেই আগের মতোই আছে তাদের প্রেম-ভালোবাসার সম্পর্ক। যা শোবিজ অঙ্গনের সবারই জানা।

শোবিজ দুনিয়ার অন্যতম সফল দম্পতি হিসেবে তারা এখনো সুখেই সংসার করে যাচ্ছেন। দীর্ঘ সংসার জীবনে এসেও পুরোনো ভালোবাসার কথা স্মরণ করে চিত্রনায়িকা শাবনাজ তার স্বামী নাঈমকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ৩০ বছর আগে এই মানুষটির প্রেমে পড়েছিলাম। সেই ভালবাসা বেড়েছে যত্ন, শ্রদ্ধা, সাহচর্য, বন্ধুত্ব এবং আরও অনেক কিছুতে। আজ আবারও প্রেমে পড়লাম।’

নাঈম ও শাবনাজ দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। তারা হলেন, মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023