এবার পরিচালক রিবা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

মডেল সাবরিনা জামান রিবার দারুণ পারফরম্যান্সে কিছুদিন আগেই রিলিজ পাওয়া ফ্যাশন ফিল্ম ‘মুড সুইং’ বেশ সাড়া ফেলেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন আলোচিত এই ফ্যাশন মডেল। স্টুডিও মায়েস্ট্রোসের প্রযোজনায়, কণ্ঠশিল্পী তারুণ্য হীরার নতুন গান ‘এ শহরে তুমিহীন’র ভিডিওতে পারফর্ম করেছেন তিনি। শুধু তাই নয়, কলকাতার প্রসেনজিৎ দাসের সঙ্গে যৌথভাবে মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন রিবা।

তার ভাষ্য, ‘নতুন কাজের জন্য অনেকটাই এক্সাইটেড ছিলাম, আবার কিছুটা নার্ভাসও। তবে প্রসেনজিৎ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তার মূল্যবান উপদেশ কাজটা আমার জন্য বেশ সহজ করে দিয়েছে।’

রিবা আরও বলেন, ‘শুটিং লোকেশন, কস্টিউম ও অন্যান্য অ্যারেঞ্জমেন্টের দায়ভার আমার ঘাড়েই পড়েছিল। তাই একটা বাড়তি চিন্তা কাজ করছিল নিজের ভেতর। এর উপরে অভিনয়ে মনোযোগ দিতে হচ্ছিল বলে সব মিলিয়ে পুরোটা সময় একটা চ্যালেঞ্জের ভেতর ছিলাম। তবে ফাইনাল আউটপুটটি দেখে মনে হয়েছে, এমন একটা চ্যালেঞ্জিং কাজ আমরা সাফল্যের সঙ্গে করতে পেরেছি।’

ব্যস্ত শহরে প্রতিদিন হারিয়ে যাওয়া নানান গল্পের ভেতর প্রিয় মানুষকে খুঁজে বেড়ানোর রেশ ঘিরে গড়ে উঠেছে ‘এ শহরে তুমিহীন’ গানটি। এর কথা লিখেছেন ও সুর করেছেন শরীফ প্রবাহ ও তারুণ্য হীরা; মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিংয়ের কাজ করেছেন খাইরুল ইসলাম দিপু। আর কলকাতার শহরতলিতে শুটিং করা এই মিউজিক ভিডিওটি সম্প্রতি প্রকাশ হয়েছে স্টুডিও মায়েস্ট্রোসের ইউটিউব চ্যানেলে। তাতে রিবার সঙ্গে পারফর্ম করেছেন ফররুখ আহমেদ রেহান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023