নির্ধারিত সময়ে শেষ হয়নি রংপুর সিটির ভোট গ্রহণ

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

দেশের দ্বিতীয় বৃহত্তর সিটি করপোরেশন রংপুরে চলছে ভোট গ্রহণ। তৃতীয় নগরপিতা বাছাই করতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এখানকার বাসিন্দারা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিলো। তবে ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নয় ভোটাররা। যার কারণে ভোট দিতে গিয়ে গোপন কক্ষে প্রবেশ করে বাটন চাপতে সময় নিচ্ছেন তারা। ফলে ধীরগতিতেই চলছে ভোটগ্রহণ। নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শেষ হয়নি।

এদিকে, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে আবারও অসন্তোষের কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাপার এই প্রার্থী বলেন, নির্বাচনি প্রচারণার সময় ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছিলাম। তারা ভোট দিতে এসেও ভোট দিতে পারছেন না, এটা দুঃখজনক। ভোটারদের ইভিএম নিয়ে শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচারণা চালানোর অনুমতি চাইলেও এটাকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন বলে অনুমতি দেয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, একেবারে শেষ সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীর পাড়া-মহল্লায় মক ভোটিংয়ের উদ্যোগ কোনো কাজে আসেনি। এতে আমরা যতটা ভোট পোলের আশা করেছিলাম ততটা হবে না। এখন ৪টা পার হয়েছে, অথচ সন্তোষজনক ভোট পোল হয়নি। অনেক ভোটার কেন্দ্রের মধ্যে রয়েছে। এগুলো শেষ করতে অনেক সময় লাগবে।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, বয়স্কদের ভোট দিতে অনেক সময় লাগে। বয়স্ক ভোটারদের ভোট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। ফলে ভোটে ধীরগতি। ইভিএমের কোনো সমস্যা নাই।

এদিকে, রংপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানিয়েছেন, ভোটকেন্দ্রের মধ্যে সময়ের আগে ভোটাররা উপস্থিত হলে অবশ্যই তাদের ভোট নিয়ে ভোটগ্রহণ শেষ করা হবে। এতে সময় একটু লাগলেও ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023