সিরাজগঞ্জে ক্লাস চলাকালীন ঘুমান শিক্ষক, পাঠদান ব্যাহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো ক্লাস নিতে গিয়ে শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।

অভিযুক্ত দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো সহোদর দুই ভাই।

ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নিবেদিতা মাহাতো ও শিপনা মাহা বলে, আমরা পড়া দেওয়ার জন্য টেবিলের সামনে দাঁড়িয়ে থাকি। তখনও স্যার ঘুমান!

অভিযোগের বিষয়ে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে একাধিক সভা করা হয়েছে সহোদর দুই ভাইয়ের শ্রেণি কক্ষে ঘুমানো নিয়ে। এরপর তাদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) নাম প্রকাশ অনিচ্ছুক বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের বিদ্যালয়ের শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো শ্রেণিকক্ষে ঢুকে চেয়ারে বসে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েন। পড়া নেওয়ার কথা বললে রেগে যান, বেত্রাঘাত করেন। অধিকাংশ সময় স্যার ক্লাসে ঘুমিয়ে থাকেন। আমরা ভয়ে চুপচাপ বেঞ্চে বসে থাকি।

অভিযুক্ত শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো বলেন, আমাদের সম্ভাবত শারীরিক সমস্যা রয়েছে। ডাক্তার দেখাতে হবে।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, পাঠদান ব্যাহত হওয়ার সুযোগ নেই। শিক্ষকদেরকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023