শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। একদিন বাইক রাইড দিতে গিয়ে তার পরিচয় হয় শম্পার সঙ্গে। এরপর প্রেম। অবশেষে বিয়ের জন্য শাওন একদিন আংটি ও ফুল নিয়ে শম্পার দরজায় হাজির। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দী করার জন্য অন্য একজন লোকের কাছে শাওন তার মোবাইল ফোনটি দেয়। রাতে বাসায় ফিরে সে ভিডিওতে দেখতে গিয়ে তিনি দেখেন, শম্পার বাসার দোতালা থেকে একটা হ্যান্ডসাম ছেলে খালি গায়ে লুকিয়ে পালাচ্ছে! শাওনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সেই রাতেই সে শম্পার সঙ্গে ব্রেকআপ করে ফেলে!
এরপর বাইক রাইড করতে গিয়ে এরপর আরও দুটো প্রেমে পড়েন শাওন। দুটোই ভেস্তে যায়। এরপর ফের দেখা হয় প্রথম প্রেমিকা শম্পার সঙ্গে। শাওন কিছু বুঝে ওঠার আগেই শম্পা চড় বসিয়ে দেয় গালে! এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অপশন বি’।
নাটকে শাওন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি। এই চারজনকে নিয়ে প্রেম ও রাইড শেয়ারিংয়ের মজার গল্পে নাটক নির্মাণ করলেন মেহেদী রনি। আর এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
নির্মাতা মেহেদী রনি বলেন, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। খুব মজা করে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই তারকাবহুল ‘অপশন বি’ নাটকটি মুক্তি পাবে তাদের ইউটিউব চ্যানেলে।