জমে উঠেছে চিরকুমারদের কর্মকাণ্ড

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

প্রচার শুরুর আগ থেকেই আলোচনায় ছিল মারজুক রাসেল অভিনীত ‘চিরকুমার-চিকু সংঘ’ নাটকটি। ১ নভেম্বর প্রচার হয় নাটকটির প্রথম পর্ব। ২ নভেম্বর প্রচার হয় দ্বিতীয় পর্ব। এই দুই পর্ব প্রচারের পর থেকে নাটকটির সংলাপ ও বিভিন্ন দৃশ্যের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খোঁজ নিয়ে দেখা যায় এনটিভিতে প্রচারিত অন্যান্য ধারাবাহিক ও একক নাটকগুলোর মধ্যে গত দুই সপ্তাহরে দর্শক ভিউয়ের দিক থেকেও জনপ্রিয়তার শীর্ষে রয়েঠে নাটকটি।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। নির্মাণসূত্রে জানা যায়, নাটকটিতে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্নি লুকে দেখা যাবে।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

ধারাবাহিকটি দেখা যাবে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023