শনিবার রাত ১০টায় সিলেটে পৌঁছেছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মরদেহ। তার নিজ বাসবভন সিলেট শহরের ধোপাদিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে ফ্রিজিং ভ্যান মরদেহ রাখা হয়েছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গণমাধ্যমকে জানান, রাতে হাফিজ কমপ্লেক্সেই রাখা হবে মরদেহ। রোববার বেলা ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে শহরের রায়নগর এলাকায় পারিবারিক গোরস্থানে হবে দাফন।
তার আগে বেলা ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সিলেট কেন্দ্রী শহীদ মিনারে। সেখানে বেলা ১টা পর্যন্ত মরদেহ রাখা হবে।
এদিকে মুহিতের মৃত্যুতে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে আছে কালো ব্যাচ ধারণ, ঈদের পরদিন মিলাদ ও দোয়া মাহফিল।
৮৮ বছর বয়সী মুহিত শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।