অস্কারে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে সেরা ‘ডুন’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

বিশ্ব সিনেমার সম্মানজনক পুরস্কার অস্কারের এবারের আসর বসেছে সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায়। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৪তম এ আসরে ঘোষণা করা হয়েছে পুরস্কার বিজয়ীদের নাম। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘ডুন’ সিনেমা। সব মিলিয়ে ৬টি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে ‘ডুন’ সিনেমাটি। বেস্ট সাউন্ড, বেস্ট অরিজিনাল স্কোর, বেস্ট ফিল্ম এডিটিং, বেস্ট প্রোডাকশন ডিজাইন, বেস্ট ভিজুয়াল ইফেক্টস ক্যাটাগরি ও বেস্ট সিনেমাটোগ্রাফিতে পুরস্কার জিতেছে সিনেমাটি।

এছাড়াও এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। সেখান থেকে এই ৬টি পুরস্কার জিতে নিয়েছে ‘ডুন’।

সায়েন্স ফিকশনধর্মী সিনেমা ‘ডুন’। এটি নির্মাণ করেছেন ডেনিস ভিলেন্যুভ। ফ্রাঙ্ক হারবের্টের ‘ডুন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘ডুন’ সিনেমার সিকুয়্যাল আসছে ২০২০ সালের অক্টোবরে।

এদিকে ‘দ্য আইজ অব টমি ফে’ সিনেমাটি পুরস্কার জিতেছে দুটি ক্যাটাগরি। ‘কোডা’ সিনেমাটিও দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। একটি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে ‘নো টাইম টু ডাই’।

এবারের আসরে অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইজ অব টমি ফে’ সিনেমায় অভিনয় করে পুরস্কার ঘরে তুলেছেন এই অভিনেত্রী। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। ‘কি রিচার্ড’ সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023