খুলনায় জেএমবি বিভাগীয় প্রধানের ২০ বছর কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বিস্ফোরক মামলায় জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানাসহ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জিয়াউর রহমান নাটোর জেলার বাঘাতিপাড়া মাইরখোলা এলাকার গেদু মোল্লার ছেলে। আদালতে আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাত পৌনে ১২ টার দিকে নগরীর মিয়াপাড়া হতে গ্রেপ্তার হয় জেএমবি খুলনা বিভাগীয় প্রধান জিয়াউর রহমান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেখানো স্থান দৌলতপুর বৈরাগীপাড়া ছাত্রাবাসের একটি কক্ষ হতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

৩০ ডিসেম্বর রাতে র‌্যাবের ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ২০০৬ সালের ১৯ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশের এসআই জাহেদুল হক তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023