ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। ভারতের এই সুর সম্রাজ্ঞী ছিলেন ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত একমাত্র মানুষ, জীবিত অবস্থায় যার নামে পুরস্কার দেওয়া হত। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে এই শিল্পীকেই কিনা গানের গলা ‘বড্ড সরু’ বলে ফিরিয়ে দিয়েছিলেন এক বাঙালি প্রযোজক।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিনগুলোতে লতা মঙ্গেশকর হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিখতেন ওস্তাদ আমন আলি খানের কাছে। বিনায়কের মৃত্যুর পর গুলাম হায়দার লতার দায়িত্ব নেন। তিনি লতাকে আলাপ করিয়ে দেন মুম্বাইয়ের বাঙালি প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে। তবে এই শশধর মুখোপাধ্যায় তখন লতা মঙ্গেশকরের স্বর শুনে বলেছিলেন, ‘বড্ড সরু গলা’।
‘বড্ড সরু গলা’র সেই লতা মঙ্গেশকরই পরে পরিচিতি পেয়েছেন কোকিলকণ্ঠী হিসেবে। ১৯৪৯ তার গাওয়া ‘আয়েগা আনেওয়ালা’ গানটি হিট হওয়ার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অনবদ্য গায়কী দিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতীয় উপমহাদেশের সুর সম্রাজ্ঞী।
প্রসঙ্গত, টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকাল সোয়া ৮টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান লতা মঙ্গেশকর। তার বয়স হয়েছিল ৯২ বছর।