রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০ শতাংশের ওপরে

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

রাজশাহীতে করোনার দ্রুত বৃদ্ধির কারণে বুধবার (১৯ জানুয়ারি) এ জেলাকে ‘রেডজোন’ ঘোষণা করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘোষণার একদিন যেতে না যেতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে একদিনে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪০ দশমিক ১৬ শতাংশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। গত কয়েক মাসের মধ্যে এটিই সর্বোচ্চ সংক্রমণ। হঠাৎ করেই এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

রামেক প্রতিবেদন সূত্রে জানা যায়, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা ধরা পড়ে। অন্যদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ২৮১টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। ৯৭ জনই রাজশাহী জেলার বাসিন্দা। রামেকের করোনা পর্যালোচনায় সংক্রমণ হার ৪০ দশমিক ১৬ শতাংশ।

বর্তমানে মোট ৪৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ২৬ জন, সন্দেজনক রোগীর সংখ্যা ১২ ও করোনা নেগেটিভ হয়ে ভর্তি আছেন পাঁচজন। গত ২৪ ঘণ্টায় সাতজন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

হঠাৎ সংক্রমণ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে রামেক পরিচালক বলেন, করোনার তৃতীয় ঢেউয়ের শুরু। এছাড়া সারাবিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্যমতে ওমিক্রনে মানুষ দ্রুত আক্রান্ত হচ্ছে, তবে মৃত্যু কম। সেক্ষেত্রে বাংলাদেশেও হয়তো ওমিক্রন প্রবেশ করেছে। তা না হলে একসঙ্গে এত মানুষ আক্রান্ত হওয়ার কথা নয়। তবে করোনা আক্রান্ত ব্যক্তির জিনোম সিকুয়েন্স টেস্ট ব্যতীত সঠিক করে বলা যাচ্ছে না আক্রান্ত ব্যক্তিরা ওমিক্রনে আক্রান্ত কিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023