করোনা মহামারীর মধ্যে বাংলাদেশি নিরাপত্তাকর্মী বা গার্ডের নিয়োগ দিতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। এ নিয়ে গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি সমঝোতা স্বারক বা এমওইউ সই হয়েছে। এতে সাক্ষর করেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও মালয়েশিয়ার সিকিউরিটি ইন্ডাস্ট্রি এসোসিয়েশন পি আই কে এম এর প্রতিনিধিরা।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০১৮ সালে এমওইউ সই হলেও বাংলাদেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা যায়নি, শুধু মাত্র মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারের নিষেধাজ্ঞার কারণে। এখন নতুন এমওইউ সাক্ষরের মধ্য দিয়ে দেশটিতে নতুন দুয়ার উন্মুক্ত হলো।
বাংলাদেশি কর্মকর্তারা আরও জানান, নিরাপত্তাকর্মী অভাব মেটাতে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়া। প্রশিক্ষণ ও দক্ষতার কারণে এক্ষেত্রে আন্তর্জাতিক লাইসেন্স থাকা বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছে। তবে নিয়োগের পদ্ধতি, সুবিধা ও শুরুর সময় এখনো চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে পি আই কে এম সভাপতি রামলি ইউসুফ বলেন, তিন মাসের প্রশিক্ষণের কারণে বাংলাদেশি নিরাপত্তাকর্মীই নিয়োগে সেরা। সে কারণেই তিন দেশের মধ্যে কেবল বাংলাদেশের নাম সুপারিশ করেছেন তারা।
দেশটিতে নেপালি রক্ষীদের দশ বছর পর্যন্ত কাজের অনুমতি দেয়া হয় উল্লেখ করে তিনি আরও জানান, নতুন করে অভিবাসী শ্রমিক আসার নিষেধাজ্ঞা থাকায় চল্লিশ হাজার থেকে ১০/১৫ হাজারে নেমে এসেছে। আরো অনেকে দেশে ফেরত যেতে চাইছে। এসব শূন্য পদে বাংলাদেশি নিরাপত্তারক্ষী আনা হবে।
তিনি জানান, এটি অবশ্যই বাংলাদেশিদের জন্য ভালো খবর, আশা করি দ্রুতই এ প্রক্রিয়া শুরু হবে।