গোবিন্দগঞ্জে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিলুফা ইয়াসমীন নূপুর (১৭) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের থানা পাড়ায় ঘটনাটি ঘটে। সে প্রবাসী নুরুল ইসলামের কন্যা। সে গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান,গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিমান করে বাড়ির সকলের অজান্তে কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাঁর মা তাকে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই সোয়া ৪টার দিকে নূপুরের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল তার সঠিক কোনো কারণ কেউ বলতে পারেননি।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় নূপুরের দাদা আ. সামাদ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023