রংপুরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে কয়েকজন মিলে নৌকা নিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান টাংরু ও মনু। আহত হন সঙ্গে থাকার আরও চারজন। তাদের সবার বাড়ি গজঘণ্টা ইউনিয়নের কালিরচর গ্রামে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023