গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে আনন্দ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের ১০ তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালী করেছে গোবিন্দগঞ্জের সাংবাদিক সমাজ ও উপজেলাবাসী। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে স্থাপিত হবে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)। উপজেলায় ইপিজেড স্থাপনের সিন্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা বাসী ও সাংবাদিক সমাজের আয়োজনে পৌর শহরে এই আনন্দ মিছিল ও র‌্যালীর  উদ্বোধণ করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। উপজেলার হাজার হাজার মানুষের অংশগ্রহণে র‌্যালি শেষে সুসজ্জিত ট্রাকে  শিল্পীদের গান পরিবেশনা নিয়ে উপজেলাব্যাপী রোড শো অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও র‌্যালী শেষে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  খোকন আহম্মেদ, সাধারণ সম্পাদক রাসেল কবির, সহ-সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক,সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক আনোয়ারুল ইসলাম, উজ্জ¦ল হক প্রধান, মোস্তফা কামাল সুমন প্রমুখ। বক্তারা, গোবিন্দগঞ্জে ইপিজেড স্থাপনের সিন্ধান্ত নেওয়ায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান। উপজেলা সহ জেলার আর্থসামাজিক উন্নয়নের বিপ্লবীয় কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ২৪ আগস্ট বেজপার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম আরইপিজেডের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আরইপিজেড স্থাপনের সিন্ধান্ত জানিয়ে জেলা প্রশাসক সহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023