ভারতে সাড়ে ২৫ হাজার জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

পর পর দুই দিন ২৫ হাজারের ঘরেই থাকল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩। খবর আনন্দবাজার অনলাইনের।

সংক্রমণের মতো ভারতের দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণেই আছে। দু’দিন ধরেই তা ৪০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। পুরো মহামারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ১১০ জন।

সংক্রমণ কম হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১৪ হাজার ৩৭৩ জন। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জন।

ভারতের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ হচ্ছে কেরালায়। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৮৩ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৩,৬৪৩), তামিলনাড়ু (১,৬০৪), কর্নাটক (১,১৫১), অন্ধ্রপ্রদেশ (১,০০২)। বাকি সব রাজ্যে দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023