ডেস্ক রিপোর্ট
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের টোকরার আঘাতে ৮ বছরের শিশু দোলা আক্তারের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুরসাইল গ্রামের দুলাল শেখের মেয়ে দোলা আক্তার পুকুরে গোসল করতে নামলে মা রুপা আক্তার তাকে উঠতে বলে। কিন্তু পুকুর থেকে দোলা আক্তার উঠতে না চাইলে মা রুপা আক্তার উত্তেজিত হয়ে কাঠের টোকরা পানির মধ্যে ছুঁড়ে মারলে তা গিয়ে মেয়েটির মাথায় লাগে। এতে দোলা আক্তার গুরুতর জখম হয়।
পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে মৃত শিশু দোলা আক্তারের মা রুপা আক্তার পলাতক রয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।