আইনজীবীদের কষ্টের কথা জানালেন পরীমনি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে আলোচিত অভিনেত্রী পরীমনিকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এদিকে আদালতের শুনানি শেষে আইনজীবীদের কষ্টের কথা জানান পরীমনি। তিনি বলেন, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে? আপনারা আমার জামিন চান। আমি তো পাগল হয়ে যাবো। আপনারা জামিন চান না কেন?

 

এর আগে আজ সকালে পরীমনিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকাল ২টা ৪৫ মিনিটে তাকে এজলাসে হাজির করা হয়।

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023