ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীদের নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। যারা ফেসবুকে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তাদের জন্য নতুন কয়েকটি উপায় (অপশন) চালু করা হয়েছে। শুক্রবার বিবিসি এ খবর জানায়।
গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সশস্ত্র গোষ্ঠি তালেবান। এর জেরে বিপুল সংখ্যক আফগান দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হন। এতে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তাতে গুলি ও পদদলিত হয়ে অন্তত ১২ আফগানের মৃত্যু হয়েছে।
মার্কিনপন্থী সাবেক আশরাফ গানি সরকারের অনেক সমর্থক তালেবানদের প্রতিশোধমুলক হামলার শিকার হতে পারেন, এমন শঙ্কায় রয়েছেন। ফেসবুকে পর্যবেক্ষণের শিকার হতে পারেন, সেই শঙ্কাও করছেন তারা।
এ পরিস্থিতিতে ফেসবুক আফগানদের সুরক্ষায় কয়েকটি উদ্যোগ নিয়েছে। আফগানিস্তানে ফ্রেন্ডলিস্ট বা বন্ধু তালিকা দেখার সুযোগ বন্ধ রাখার পথ করে দেয়া হয়েছে। একই ধরনের উদ্যোগ নিয়েছে নেটওয়ার্কি সাইট লিংকেদিনও। তারা পারস্পরিক সংযোগ গোপন করার সুযোগ চালু করেছে।
বৃহস্পতিবার অতিরিক্ত এসব নিরাপত্তামুলক ব্যবস্থার ঘোষণা দেন ফেসবুকের নিরাপত্তা প্রধান নাথানিয়ান গ্লেইচের। অভিযোগ আছে, ফেসবুক ব্যবহার করে তালেবানরা বিরোধীদের লক্ষ্যে পরিণত করছে।
নাথানিয়ান গ্লেইচের জানান, ‘আমরা আফগানিস্তানের মানুষের জন্য ফেসবুকে এক ক্লিকের একটি টুল চালু করেছি, যা দিয়ে তারা সহজেই নিজের অ্যাকাউন্ট লক করতে পারবেন।’ তিনি জানান, প্রোফাইল লক থাকলে কোনো অবন্ধু (যিনি ফেসবুকে বন্ধু নন) তাদের ছবি বা পোস্ট ডাউনলোড করতে পারবেন না।