বঙ্গবন্ধুর নাম যারা মুছে দিতে চেয়েছিলো তারাই আজ মুছে যাচ্ছে: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনও সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক ‑ পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল হোক।

 

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে।

 

তিনি বলেন, ৩২ নম্বরের সিঁড়িতে নিথর পড়ে থাকা শরীর শুধু একজন জাতির পিতার নয়, একজন স্বাধীনতার স্থপতির। সে রক্তাক্ত নিথর শরীর ছিলো সবুজ-শ্যামল বাংলার প্রতীক। মাটি ও মানুষের আজন্ম ধারকের বুক বুলেট বিদীর্ণ করেনি ‑ করেছিলো তাঁরই অর্জিত বাংলাদেশের পতাকার মতো উদার লাল-সবুজের হৃদয়।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শাসনামলে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়নি। তারা পাহাড়িদের সংঘর্ষে উস্কে দিয়েছিলো। ১২ বছর আগের পার্বত্য চট্টগ্রাম আর আজকের পার্বত্য চট্টগ্রাম এক নয়, আজকে পাহাড়ি এলাকায় উন্নয়ন-অর্জনে সমৃদ্ধ।

 

গণটিকা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আগ্রহে ভাটা সৃষ্টি করার জন্য বিএনপি অপচেষ্টা করছে। ভ্যাকসিন নিয়ে কোনও সংকট হবে না, আগামী ছয় মাসের মধ্যে কোটি কোটি ভ্যাকসিন আসবে। একদিকে বিএনপি অপপ্রচার চালায় আবার সবার আগে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করে।

 

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি থেকে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুসা মাতব্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023