মুক্তজমিন ডেস্ক
গাইবান্ধার উপজেলায় ভ্যানের ধাক্কায় সুমাইয়া খাতুন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ধাপেরহাট-আমবাগান সড়কের আমবাগান নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া খাতুন মধ্যপাড়া গ্রামের সুরুজ হকের মেয়ে। স্থানীয়রা জানায়, ওই সময় সুমাইয়া খাতুন তার নানীর সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ভ্যান সুমাইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সুমাইয়া মারা যায়। ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদৎ হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনায় খুবই দুঃখজনক।