মোটা হওয়ায় বাসে উঠতে দেওয়া হলো না তরুণীকে!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বডি শেমিং বা শারীরিক গড়নের কারণে বিদ্রুপের শিকার হওয়া নতুন কিছু নয়। তবে এই তরুণী শুধু বিদ্রুপেরই স্বীকার হননি, মোটা বলে তাকে বাসে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি।

 

ফ্যালন মেলানো নামে ওই মার্কিন তরুণী সম্প্রতি টিকটকে নিজের এই অভিজ্ঞতা এক ভিডিওতে শেয়ার করেছেন।

 

তিনি জানান, ফ্লোরিডার মিয়ামিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গত ৩১ জুলাই এই ঘটনা ঘটে।

 

ওই ভিডিওতে ফ্যালন জানান, বন্ধুরা মিলে একটি ক্লাবে যাওয়ার জন্য পার্টি বাসের টিকেট কিনেছিলেন। টিকেন কেনার পর তাদের নীতিমালা থেকে তো চোখ কপালে ওঠে ফ্যালনের। সেখানে স্পষ্ট করে লেখা আছে ‘কোনো মোটা তরুণীকে’ গাড়িকে উঠতে দেওয়া হবে না।

 

তিনি বলেন, আমি মোটা এজন্য আমরা বাসের দরজা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি গড়পড়তা মেয়েদের তুলনায় মোটা। তাই তারা আমাদের পার্টি বাসে উঠতে দেয়নি।

 

পুরো ব্যাপারটিকে ‘ভীষণ বিব্রতকর’ বলে বর্ণনা করেছেন ফ্যালন।

 

এদিকে, টিকটকে ওই ভিডিও পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়। এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছে। অনেকেই এগিয়ে এসেছেন ফ্যালনকে সমর্থন জানাতে। কেউ কেউ বিষয়টিতে ভীষণ নিষ্ঠুর হিসেবে অভিহিত করেছেন।

 

তবে শেষমেষ ওই বাস কোম্পানি তাদের নীতিমালা থেকে ওই অদ্ভূত শর্তটি সরাতে বাধ্য হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023