বিনোদন ডেস্ক
রাজধানীর বনানী থানায় পর্নোগ্রাফি আইন ও মাদক নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও সহযোগী সবুজ আলীর ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন বনানী থানার মামলা তদন্ত কর্মকর্তা দুই আসামিকে আদালতে হাজির করে মাদকের মামলায় পাঁচদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় সাতদিন দুই মামলায় মোট ১২ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাদকের মামলায় দুইদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিন; দুই মামলায় মোট ছয়দিনের রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার (৬ আগস্ট) বনানী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে রাজধানীর বনানী থানায় র্যাব বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।