রোববার থেকে চলবে বিচারকাজ, হাইকোর্টে ১২ বেঞ্চ গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী রোববার থেকে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন করা হয়েছে। শুক্রবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী এসব বেঞ্চ গঠন করেন। এরমধ্যে নয়টি ডিভিশন বেঞ্চ ও তিনটি একক। নবগঠিত এসব বেঞ্চের তালিকা শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

 

বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিম একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন।

 

এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া করোনার চলমান বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ারও সিন্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023