রাজশাহী মেডিক্যালে ১১ দিনে ১৯০ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। রবিবার (১১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর নয়, নাটোরের ছয়, পাবনার এক, নওগাঁর দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন দুই জন।

 

 

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালের ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ৫১৮ জন রোগী ভর্তি আছেন।

 

এদিকে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমেছে। শনিবার রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৫ দশমিক ০৫ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৪ শতাংশ কম। এর আগের দিন শুক্রবার ছিল ৩৩ দশমিক ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ, বুধবার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ, মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ, সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ।

 

ল্যাব সূত্র জানায়,  শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে দুই জেলার ৫৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১২৮ জনের। চাঁপাইনবাবগঞ্জের ৫৫ জনের নমুনা পরীক্ষায় চার জনের করোনা শনাক্ত হয়েছে।

 

গত ঈদুল ফিতরের পর থেকে রাজশাহীতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে। এ অবস্থায় গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। পরে সেটা দুই দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। এর পর ১ জুলাই থেকে নতুন করে সরকারিঘোষিত দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023