গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রসাশনের আয়োজনে আজ ১৫ই মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ ১৫ই মার্চ সোমবার সকালে উপজেলা বিডি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন ৩২গাইবান্ধা ৪ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উক্ত আলোচনা সভায় প্রত্যক ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করা এবং কনজুমার বা ভোক্তা প্রতারিত না হয় সে জন্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এ অধিকার নিশ্চিত করা সম্বব। কোন ভোক্তা যদি পন্য ক্রয় করে প্রতারীত হয় তাহলে ঐ ক্রয়কৃত পন্যর ভাউচার সহ জেলা ভোক্তা অধিকার অফিসে লিখিত বা মোবাইল ফোনে অভিযোগ করা যাবে। অভিযোগের পর নোটিশ এর মাধ্যমে বিক্রয়কারী এবং ভোক্তার উপস্থিতিতে যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে জরিমানা করা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%টাকা ক্ষতিপুরন দেওয়া হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান,কামারদহ ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তৌফিক, সাংবাদিক বৃন্দ এবং উপজেলার বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সুধিজন।