স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে টাইঙ্গাইলের রসলপুর ফায়ার রেঞ্জে পাঠানো হচ্ছে।
এর আগে গত বুধবার বিকেলে মাটি খোঁড়ার সময় একটি বোমা উদ্ধার করা হয়। বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহ বিমান বাহিনীর মুক্তাগাছা ঘাটিতে পাঠিয়ে দিয়েছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।