প্রকাশ্যে ছেলের হাতে বাবা খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জে প্রকাশ্যে যাঁতির আঘাতে বাবাকে খুন করেছে ছেলে। নিহত বাবার নাম ইসলাম উদ্দিন (৫২)। তিনি উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

 

ঘাতক ছেলের নাম নাজমুল হোসেন (২০)। সে উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়কের কলাপট্টিতে স্টেশনারি মালামাল ও পান সিগারেট বিক্রেতা।

 

ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক বিষয়ে উপজেলার বাদাঘাট বাজারে কলাপট্টিতে নাজমুল হোসেনের দোকানের সামনে এসে তার বাবা ইসলাম উদ্দিন বকাঝকা করতে থাকেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

তারা জানান, এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি ভাঙার সরতা দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এরপরই তার বাবা ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের ওপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নাজমুল পালিয়ে যায়।

 

এদিকে শনিবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, ঘটনা জানার পর অভিযুক্ত ছেলে নাজমুলকে আটক করতে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023