দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদরের কসবা মহব্বতপুরে সবজির চাষের বিস্তীর্ণ মাঠে কর্ম ব্যস্ত হয়ে পড়েছেন সবজি চাষীরা। এ বছর সবজির ফলন ভালো এবং দাম ভালো পাওয়ায় আগামীতেও রবি শস্য ও সবজি চাষের প্রতি আগ্রহী হচ্ছে কষৃক।
দিনাজপুর জেলা শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে আউলিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে হয়েছে সবজি চাষ। জেলার অধিকাংশ সবজির চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এই এলাকার সবজি।
ইতোমধ্যেই সিম, বেগুন, ঢেঁড়স, পটল বাজারজাত শুরু করেছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন জাতের আলু বাজারজাত করতে পারবেন বলে কৃষকেরা মনে করছেন। এ বছর সিমের উপযুক্ত দাম পাওয়ায় কৃষকেরা সিম চাষের প্রতি আগ্রহ একটু বেশি দেখাচ্ছে।
মহব্বতপুর গ্রামের সবজি চাষী ইসমাইল হোসেন জানান, এ বছর ৫০ শতক জমির মধ্যে সিমের আবাদ করেছেন । গত ২৫ দিন থেকে তিনি সিম বাজারে বিক্রি করতে পারছেন। মাঠ থেকেই সবজি ব্যবসায়ী তার নিকট থেকে ৬০ থেকে ৮০ টাকা দরে ক্রয় করে নিয়ে যান সিম।
তিনি জানান, প্রতিদিন ৩ হাজার থেকে ৪ হাজার টাকার সিম বিক্রি করছেন । তিনি ৫০ শতক জমিনে সিম আবাদ করতে ১০ হাজার টাকা খরচ করেছেন। তবে ইতিমধ্যেই ৬০ হাজার টাকা সিম বিক্রি করেছেন। এসময় আরও একমাস সিম বিক্রি করতে পারবেন বলেও জানান তিনি।
একই এলাকার আজগর আলী জানান, ধানের চেয়ে সবজি চাষে বেশি লাভ হয় তাই কৃষকেরা সবজি বেশি চাষ করে। এক বিঘা জমিতে এক থেকে দেড় লক্ষ টাকার সিম বিক্রি হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এছাড়া জমিতে ঢেঁড়স আবাদ করে ২ মাস আগ থেকে ঢেঁড়স বিক্রি করছি। এ পর্যন্ত ৪০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করেছি এবং আরোও ২০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করতে পারবেন বলেও মনে করছেন তিনি। তার ঢেঁড়স ক্ষেতে খরচ হয়েছে মাত্র ৫০০০ টাকা।
আজহার আলী জানান, আগাম জাতের সিম আবাদ করেছি । এ পর্যন্ত এক বিঘা জমির সিম বিক্রি হয়েছে ৮০ হাজার টাকার। তবে আরও ৫০ হাজার টাকার সিম বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। পাশাপাশি তিনি আলু আবাদ করেছেন আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তিনি আলু বাজারজাত করতে পারবেন।
দিনাজপুর বাহাদুর বাজারের সবজি চাষী নাজিম উদ্দিন জানান , গত এক মাস ধরেই সবজির বাজার বেশি । শুক্রবার ১ কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, এককেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকায়, ১ কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় , এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, ১ কেজি সিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়, ১ কেজি মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।