আমি ২০২০ এ নেই, আছি ২০১৮ তে : জয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ ছবিটি মুক্তি পায় ২০১৮ সালের ১৯ অক্টোবর। অনম বিশ্বাস পরিচালিত ছবি মুক্তির দুই বছর পূর্তি হয়েছে আজ।

 

মুক্তির দুই বছর পূর্তিতে সেই ব্যস্ততম দিনটির কথা তুলে ধরে ফেসবুকে জয়া আহসান লিখেছেন- ‘আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমি ২০২০ তে নেই, আছি ২০১৮ তে। আজকের এই দিনে খুব সকালে “দেবী” গাড়িতে চড়ে বলাকা, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স হয়ে মধুমিতা, চিত্রামহল…। দর্শক গম গম করা উত্তেজনা। রেকর্ড সংখ্যক শো, অথচ সব টিকিট সোল্ড আউট, সিনেমা হলে ঝুলছে হাউজফুল বোড… স্যোশাল নেটওয়ার্কে ঝড়, পরদিন টঙ্গী, ময়মনসিংহে প্রচারণা…আহহহহহহ!’

 

এমন সাফল্যের জন্য ‘দেবী’র টিম ও প্রযোজনা সংস্থা সি-তে সিনেমাকে ধন্যবাদ জানান জয়া।  সবশেষে জয়া লিখেছেন, সিনেমা আসবে, সিনেমা যাবে। তবে কিছু মুহূর্ত স্মৃতির অনুরণনে কড়া নাড়ে বছরের পর বছর। ‘দেবী’ তেমনই একটি আবেগের নাম। দ্বিতীয় বার্ষিকীতে ‘দেবী’কে শুভেচ্ছা।

 

এদিকে, ২০১৫-১৬ সালের সরকারি অনুদানে ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। রানু চরিত্রে জয়া আহসান ও নীলু চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। আরও আছেন অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023