নিজের অভিযোগ অস্বীকার, সুশান্ত মাদক নিতেন দাবি করলেন শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌঁছান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এনসিবির ৬ সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

এসম মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন শ্রদ্ধা।

 

তবে এনসিবির জেরার মুখে ২০১৯ সালে ‘ছিঁচোড়ে’ ছবি মুক্তির পরে সুশান্তর অতিথিশালায় একটি পার্টিতে থাকার কথা স্বীকার করেন শ্রদ্ধা। কিন্তু সেই পার্টিতে কোনো রকম মাদক তিনি গ্রহণ করেননি। তাকে বেশ কয়েকবার অ্যালকোহল এবং গাঁজা গ্রহণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা নিতে অপারগতা জানান।

 

তবে শ্রদ্ধা এনসিবিকে জানান যে তিনি সুশান্ত সিং রাজপুতকে তার ভ্যানিটি ভ্যানে মাদক সেবন করতে দেখেছিলেন।

 

উল্লেখ্য, মাদকের এই তদন্তকালে দীপিকা পাডুকোনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজ। তিনি তার ম্যানেজার করিশ্মা প্রকাশের সাথে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে আলোচনা করার বিষয়টি স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে।

 

এদিকে জেরা করা হচ্ছে সারা আলি খানকেও। আরও জেরা করা হবে অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023