মাত্র ১৫ দিনেই শেষ জয়ার সিনেমা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

করোনার প্রকোপ একটু কমতেই গেল জুন মাসে শুটিংয়ে নামেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অংশ নেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে। প্রথমদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্ল্যান থাকলেও কাজ করতে করতে সেটা বিস্তৃত হয়ে ফিচার ফিল্মে রূপ নিয়েছে। নাম ঠিক না হওয়া এ ছবির খবর নিজেই জানালেন জয়া।

 

 

রোববার দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এই ছবিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন জয়া। সেখানে তিনি জানিয়েছেন, ছবিটি পিপলু আর খানের দ্বিতীয় পরিচালনা। তবে প্রথমবার চিত্রনাট্য লিখেছেন তিনি। তার সহযোগী হিসেবে ছিলেন নুসরত মাটি।

 

আরও একটি তথ্য হলো, অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করেছেন তিনি। অ্যাপেল বক্স ফিল্মস, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়ার সঙ্গে জয়ার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা এই ছবির প্রযোজনার দায়িত্বে আছে।

 

তবে কি নিয়ে ছবিটির গল্প তা জানাননি তিনি। নিজে প্রযোজক হলেও পরিচালকের অনুরোধে গল্পের রহস্যটা জিইয়ে রেখেছেন দর্শকের জন্য। জয়া বললেন, বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী ছবির আগমনী বার্তা।

 

তবে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে মাত্র ১৫ দিনে। করোনার জন্য সতর্কতায় টিমও ছিলো খুবই ছোট, যোগ করেন দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023