বিনোদন ডেস্ক
অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো বলিউড কিং শাহরুখ খান ফিরছেন। এরমধ্যে বেশ কিছু ছবির নাম শোনা গেলেও খানের পক্ষ থেকে এখনও কোন ঘোষণা আসে নি। তবে ধারণা করা যাচ্ছে, বেশ বড় চমক নিয়েই ফিরতে যাচ্ছেন তিনি।
রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। কিন্তু তার বিপরীতে কে থাকছেন, সেই গুঞ্জনই ডালপালা মেলছে প্রতিনিয়ত। তবে বেশ জোর গুঞ্জন শোনা যাচ্ছে, কিং খান এর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তাপসী পান্নু।
এর আগে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্টের ‘বদলা’ ছবিতে অভিনয় করেছিলেন তাপসী। তবে শাহরুখের সঙ্গে এর আগে কখনও অভিনয় করেননি তিনি। সে দিক দিয়ে এই প্রথম দু’জনে একসঙ্গে কাজ করবেন।
এ বিষয়ে পরিচালক বা অভিনেতাদের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা আসেনি। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তার পক্ষ নিয়ে টুইট করেন তাপসী। অভিনেত্রী বরাবরই সরব নিজের মতামত নিয়ে।