অভিমানে দূরে সরে গেলেন সোনাক্ষী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

অভিমান নিয়ে নিজেকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বেশ কিছু দিন আগেই দূরে সরিয়ে নিয়েছেন সোনাক্ষী সিনহা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার উঠে আসে বলিউডে স্বজনপ্রীতির কথা। তাই তারকা সন্তানদের ক্রমাগত আক্রমণ করতে থাকেন নেটিজেনরা। সোনম কাপুর, জাহ্নবী কাপুর, আলিয়া ভাটসহ অসংখ্য তারকা সন্তানকে নানাভাবে হেনস্তা করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহার কন্যা হিসেবে সোনাক্ষী নেটিজেনদের নিশানায় চলে আসেন। তাঁকেও ক্রমাগত আক্রমণ করতে থাকেন ট্রোলাররা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে সব রকম পাট চুকিয়ে দিয়েছেন এই বলিউড নায়িকা। এবার তিনি এ ব্যাপারে মুখ খুললেন।

 

‘স্বজনপ্রীতি’ নিয়ে বারবার ট্রোলিংয়ের শিকার হতেন সোনাক্ষী। তাই বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পর্ক ছিন্ন করেনʚতিনি। কিছুদিন আগেই এই বলিউড অভিনেত্রী টুইটারকে টাটা বাই বাই করেছেন। আর ইনস্টাগ্রামে ‘কমেন্ট সেকশন’ বন্ধ রেখেছেন। তাই এখন সব ধরনের নেতিবাচক বিষয় থেকে নিজেকে দূরে রেখেছেন সোনাক্ষী। আর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে দূরে রেখে ভীষণ খুশি বলে জানালেন শত্রুঘ্নকন্যা। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘টুইটার এখন খেলার মাঠ হয়ে গেছে। এখানে মানুষ যেকোনো বিষয়ের ওপর যা তা মন্তব্য করে। আমরা এখন ইন্টারনেটে প্রয়োজনের অতিরিক্ত সময় কাটাই। এর প্রভাব পড়ছে আমাদের ব্যক্তিগত জীবনে। তাই আমি এসব কিছু থেকে বেরিয়ে এসেছি। আমাকে জীবনে আরও ভালো কিছু করতে হবে। তবে আমার কোনো অভিযোগ নেই। ইনস্টাগ্রামে আমি আমার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছি।’ ‘স্বজনপ্রীতি নিয়ে সোনাক্ষীকে হরহামেশাই নানান কটূক্তি শুনতে হতো। এবার এ বিষয়েও মুখ খুলেছেন তিনি। সোনাক্ষী বলেছেন, ‘কোনো মানুষই নিজের সম্পর্কে কটু কথা শুনতে পছন্দ করে না। এই ইস্যুটাকে নিয়ে অতিরঞ্জিত করা হয়েছে। আর অনেককেই দেখেছি রাগে ফুসতে। তারকা সন্তানেরাও অন্যদের মতো পরিশ্রম করেন। আর দর্শকই তাঁদের স্বীকার করে নিয়েছে। তাই তাঁরা প্রাপ্য সম্মান পাওয়ার অধিকার রাখেন। তাঁদের ওপর আক্রমণ করা খুবই দুঃখজনক ব্যাপার।’

 

সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রামসোনাক্ষী সিনহা। সোনাক্ষী আরও বলেন, ‘একটা ফিল্মি পরিবার আপনাকে প্রথম পরিচয়, প্রথম সুযোগ, প্রথম অডিশন এবং প্রথম ছবি দিতে পারে। কিন্তু এরপর কী? কেউ কারও ক্যারিয়ার গড়তে বা নষ্ট করতে পারে না। এই ক্ষমতা কেবল দর্শকের হাতেই থাকে। আজ আমরা এইখানে পৌঁছেছি, কারণ দর্শক আমাদের গ্রহণ করেছে। এখানে “ইনসাইডার” বা “আউটসাইডার” বলে কিছু নেই। তাই দর্শক কাকে গ্রহণ করবে বা কাকে ছুড়ে ফেলে দেবে, তা একান্ত তাদেরই ব্যাপার। অযথা তারকা সন্তানদের আক্রমণ করা খুবই দুঃখজনক বিষয়। ফিল্মি পরিবারের কন্যা হয়েও সোনাক্ষীকে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমার জন্য বাবা কোনো দিন কাউকে ফোন করেননি। তাই আজ আমি যা অর্জন করেছি, তা কেবল নিজের পরিশ্রমের জোরে।’

 

সোনাক্ষী সিনহা অভিনীত ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। সোনাক্ষী ছাড়া এই ছবির মূল দুটি চরিত্রে আছেন অজয় দেবগন এবং সঞ্জয় দত্ত। ছবিটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023