বিনোদন ডেস্ক
চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গী হয়ে লাইভ টেকনোলজিসের লাইভ রেডিও অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিও’র এক ঘণ্টা’ শিরোনামের এই আয়োজনে প্রতিনিয়তই চমক নিয়ে হাজির হচ্ছেন তারা। গল্পে, আড্ডায় থাকছে মজার মজার অজানা সব তথ্য।
আজকের (৬ আগস্ট) পর্বের অতিথি হয়ে আসছেন মিথিলা। তিনি জানাবেন নিজের জীবনের অনেক অজানা গল্প।
নিরব জানিয়েছেন, চলতি ঈদে দর্শকদের জন্য স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করবো। আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকবেন প্রতিদিন। আজ রাত ৮টায় আমাদের সঙ্গী হবেন আসিফ আকবর। আশা করছি আড্ডাটি জমজমাট হবে।
এর আগে ইমন-নিরবের সঙ্গে আনন্দময় এক ঘন্টায় অতিথি হয়েছিলেন শাকিব খান, মেহজাবীন, ফেরদৌস, মিশা সওদাগর, পূর্ণিমা, আসিফ আকবর, নিপুণ। আগামী পর্বগুলো অতিথি তালিকায় চমক রয়েছে বলে জানা যায়।