শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

করোনায় মৃত্যুর মিছিলে প্রায় ৩ লাখ মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বের মোট ২১২টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। এতে এ পর্যন্ত ৪৩ লাখ ৪২ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে। আর মারা গেছে প্রায় ৩ লাখ মানুষ।

 

 

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত মঙ্গলবারও বিশ্বের বিভিন্ন স্থানে মারা গেছে আর ৫ হাজারের বেশি মানুষ। ফলে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৫১তে।

 

এদের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই মারা গেছে ৮৩ হাজার ৪২৫ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন। আক্রান্ত ও মৃত্যুতে এখনও করোনা তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

 

মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩২ হাজার ৬৯২, ইতালিতে ৩০ হাজার ৯১১, স্পেনে ২৬ হাজার ৯২০, ফ্রান্সে ২৬ হাজার ৯৯১, ব্রাজিলে ১২ হাজার ৪৬১, বেলজিয়ামে ৮ হাজার ৭৬১, জার্মানিতে ৭ হাজার ৭৩৮, ইরানে ৬ হাজার ৭৩৩, নেদার‍ল্যান্ডস ৫ হাজার ৫১০ ও কানাডায় মারা গেছে ৫ হাজার ১৬৯ জন।

 

প্রসঙ্গত, করোনায় এক লাখ মানুষ মারা যেতে সময় লাগে ৯০ দিন। তারপর মাত্র ১৫ দিনে আরও একলাখ মানুষ মারা যান। গত ৪ মে এই সংখ্যাটা আড়াই লাখ ছাড়ায়। আজ ১৩ মে তা তিন লাখের কাছাকাছি।

 

তবে করোনায় লাখ লাখ মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৬ লাখ ২ হাজার ৭১৬ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৪ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৪৬ হাজারের অবস্থা আশঙ্কাজনক। অর্থাৎ আগামীতে করোনায় মৃত্যু যে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত।

 

তবে আশার কতা এই যে, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এর ভ্যাকসিন আবিষ্কারের মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১০৮টি গবেষক দল করোনা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় লিপ্ত। এরমধ্যে আটটি ভ্যাকসিনের প্রথম ধাপ অর্থাৎ মানবদেহে প্রয়োগ সম্পন্ন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023