শিরোনাম :
রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিকারের অভিযান দশ হাজার জরিমানা বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা সফল করতে ১০ দলীয় জোটের সভা শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে চূড়ান্ত বৈধ প্রার্থী ৭ জন শিবগঞ্জে অবৈধ মাটি মহলে মোবাইল কোর্ট পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা শাজাহানপুরে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ৬৭ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনায় মৃত্যু ও আক্রান্ত এই দুই বিভাগেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর সেখানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউউয়র্ক অঙ্গরাজ্যে। তবে শনিবার দেশটির সবচয়ে জনবহুল ওই রাজ্যে প্রাদুর্ভাব কিছুটা কমেছে। সেখানে করোনায় মৃত্যুর সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম বলে জানা গেছে। মৃত্যুর এই সংখ্যাটি হলো ৫৪০ জন।

তবে শনিবার গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে আরও ১০ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে গত ৩২ দিনে করোনায় আক্রান্ত হয়ে সে দেশের পাঁচটি রাজ্যে ১৬৭ জন বাংলাদেশি মারা গেলেন। এদের মধ্যে নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৫২ জনের।

 

শনিবার মারা যাওয়া বাংলাদেশিরা হলেন-রাইয়ান আহমেদ, শাহজালাল সরকার, ফিরোজ কবীর, আবদুল হামিদ, বিদ্যাচরণ দত্ত, সাগর নন্দী, গৌরাঙ্গ চন্দ্র, আবদুল গনি, নিরঞ্জন বণিক ও দেওয়ান সিদরাতুল মুনতাহানা।

 

করেনোভাইরাসের পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানান, শনিবার গত ২৪ ঘণ্টার রাজ্যজুড়ে ৫৪০ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এটা আগের তুলনায় কিছুটা কম।…এদের মধ্যে ৫০৪ জন হাসপাতালে আরও ৩৬ জন নার্সিং হোমে মারা গেছেন।’

 

তিনি আরও জানিয়েছেন, নিউইয়র্কে শুক্রবার আরও ২ হাজার করোনায় আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধারণত রোগীর অবস্থা গুরুতর না হলে হাসপাতালে ভর্তি করা হয় না। সেক্ষেত্রে এই সংবাদ আশঙ্কাজনক।

 

নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও ফের ঘোষণা করেছেন, কাউকে অভুক্ত থাকতে দেওয়া হবে না। লকডাউনে আটকে পড়া নগরীর অভুক্ত লোকজনকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ৬০ লাখ প্লেট খাবার দেওয়া হয়েছে। নগরীর স্কুল বোর্ড প্রতিদিন আড়াই লাখ খাবার নগরীর বিভিন্ন এলাকায় বিতরণ করছে। নগরী ছাড়াও নানা চ্যারিটি সংগঠন লোকজনের সাহায্যে এগিয়ে এসেছে। নগরীর সুবিধা পাওয়া ছাড়াও বাংলাদেশিদের জন্য কমিউনিটি সংগঠনগুলো এগিয়ে এসেছে।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। আর মারা গেছেন ৩৯ হাজারের বেশি মানুষ।

 

দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিইউয়র্ক অঙ্গরাজ্যেটিতে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে ১৭ হাজার ৬৭১ জন মারা গেছেন। এদের মধ্যে শতাধিক বাংলাদেশিও রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023