কপোতাক্ষ নদ পারাপারের সময় ভাটার অ’তিরিক্ত চাপে জে’লেদের জালে জড়িয়ে ৩টি গরুর মৃ’ত্যু হয়েছে। চোখের সামনে নিজের গৃহপালিত গরুগুলোর মৃ’ত্যু দেখে তাৎক্ষণিক অ’সুস্থ হয়ে পড়েন গরুর মালিক আফিল উদ্দীন গাজী। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রবিবার দুপুরের দিকে সাতক্ষীরার তালা উপজে’লার ঘোষনগর খেঁয়াঘাট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পার্শ্ববর্তী পাইকগাছা উপজে’লার রামনগর গ্রামের মৃ’ত মিনাজ উদ্দীন গাজীর ছেলে আফিল উদ্দীন গাজী প্রতিদিনের ন্যায় তালার ঘোষনগর খেঁয়াঘাট সংলগ্ন ঐ এলাকা দিয়ে তার ৪টি গরু ওপারে কানাইদিয়া এলাকায় ঘাষ খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন। একই সময় এর পাশাপাশি এলাকায় নদীতে মাছ ধ’রার জন্য জাল পাতেন জে’লে।
এ সময় ভাটায় অ’তিরিক্ত স্রোতে তোড়ে গরুগুলোর মধ্যে তিনটি ভেসে গিয়ে মাছ ধ’রা জালের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃ’ত্যু হয়। এর মধ্যে ২টি গাভী ও ১ টি ষাঁড় রয়েছে।
এ ব্যাপারে তালার খলিলনগর পু’লিশ ফাঁড়ির এএসআই শহীদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে গরুর মালিককে খুঁজে পাননি।