উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মসজিদের সামনে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান।ইশরাক হোসেন অভিযোগ করেন, আদালতের রায় অনুযায়ী তাকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কথা ছিল। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ‘অবাঞ্ছিত হস্তক্ষেপে’ সেই প্রক্রিয়া আটকে আছে।

তিনি বলেন, এই সরকারের মধ্যে এখনও নতুন দলের কয়েকজন রয়ে গেছেন। তাদের প্রতি আমাদের অনেকেরই একসময় কিছুটা আশাবাদ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই দুই উপদেষ্টা সরকারে থেকে অনেক কিছুতে হস্তক্ষেপ করছেন, যার ফলে আদালতের রায়ও বাস্তবায়ন করা যাচ্ছে না।স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি ইঙ্গিত করে ইশরাক বলেন, আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নই, তাদের সঙ্গে কোনো শত্রুতাও নেই। কিন্তু আদালতের রায়কে যারা অবজ্ঞা করে বাধা সৃষ্টি করছেন, তাদের এই দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই। তাই আমি এখনই তাদের পদত্যাগ দাবি করছি।

বিএনপির এই তরুণ নেতা আরও বলেন, আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে, সেটার প্রতিবাদেই আজকের এই আন্দোলন। এটি কোনো ব্যক্তিগত পদের জন্য নয়, বরং ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষার আন্দোলন। এই লড়াইটি নির্ধারণ করে দেবে ডিসেম্বরে আমরা আদৌ একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন পাব কি না।নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এর রায় মেনে নিতে হবে। কিন্তু এখন কমিশনকে জিম্মি করার চেষ্টা চলছে। এর ফলে জাতীয় নির্বাচনে কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ইশরাক আরও বলেন, আমরা আরেকটি স্বৈরাচারের জন্ম বাংলার মাটিতে হতে দেব না। যদি এমন কিছু হয়, তবে শেখ হাসিনার মতো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি।তিনি আরও বলেন, আমরা অবিলম্বে একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, কেউ রাজপথ ছাড়বে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023