ড. ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে: রাষ্ট্রদূত ওয়েন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সফরটি মাইলফলক হবে। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিকদের একথা বলেন চীনের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে সফরে।’ ড. ইউনূসের চীন সফরের যুক্তরাষ্ট্র ও ভারতসহ বাংলাদেশের প্রভাবশালী সব উন্নয়ন অংশীদার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে জানিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জন‍্য যা যা ভালো হয়, তাই করবে তাঁর দেশ। চীনা রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’ আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীন যাচ্ছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023