আবেগ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বাস্তবতার ভিত্তিতে এগুতে হবে : ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। তাদের প্রস্তাবগুলোকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর এ বিষয়ে মতামত জানাবো। সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনের বিকল্প নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023