মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ দিন সামনে রাখে একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ নভেম্বর) ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, জানুয়ারির ২৬ তারিখে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানোর কথা ছিল। তবে নির্বাচনের কথা মাথায় রেখে ২ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে সম্প্রতি এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। ফলে সরকারি মেডিকেলে এখন মোট আসন পাঁচ হাজার ৩৮০টি। বর্ধিত এসব আসনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023