‘গডফাদারদের উদ্দেশে’ খোলা বার্তা দিলেন রাজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে অভিযোগের আঙুল তুলেছেন স্বামী শরিফুল রাজের দিকে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ থেকেছেন নিশ্চুপ। অবশেষে তিনি ‘মুখ খুললেন’। আজ মঙ্গলবার ভোররাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। আর তা নিয়ে বিনোদন অঙ্গনে চলছে জল্পনা-কল্পনা।

স্ট্যাটাসে রাজ লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। I want to know you guys, I live in dhaka. I would love to cheers.’।

এই স্ট্যাটাসের পর নেটিজেনদের মনে প্রশ্ন, এই অভিনেতা কোন গডফাদারদের চিনতে চাইছেন? কেন চাইছেন? হঠাৎ এমন স্ট্যাসের কারণ কী? এ বিষয়ে এখনো গণমাধ্যমে মুখ খোলেননি রাজ। তবে সোমবার তিনি বলেছিলেন, ‘চুপচাপ থাকতে চাই। পরীর এসব আমি আটকাতে বা থামাতেও চাই না। পরীর সবকিছু করার ও বলার অধিকার আছে। পরী যা করছে বা তার মন যা চায় করুক, হয়তো তার সে অধিকার আছে।’ রাজ চুপ থাকতে চাইলেও পীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’

এদিকে গত কয়েকদিন ধরে পরীমণির অভিযোগ, ‘রাজ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন, তাকে একাধিকবার মারধরও করেছেন।’ পরীমণি বলেছেন, ‘রাজ এখন আমার প্রাক্তন। রাজকে আমি ছুটি দিলাম।’ গায়ে হাত তোলার অভিযোগ সম্পর্কে রাজ বলেন, ‘আমি এখন চুপচাপ আছি, কিছু বলতে চাইছি না। এই পরিস্থিতিতে আমার এখন একা থাকা দরকার। পরে এসব ব্যাপারে কথা বলব।’ এর আগে পরীমণি যখন নানা অভিযোগ তুলে স্বামী-স্ত্রী আলাদা হয়ে যাওয়ার কথা জানান, তখন ফেসবুকে ছবি দিয়ে ছেলের জন্য শুভ কামনা জানান শরিফুল রাজ।

ওই সময় ফেসবুকে রাজ লিখেন— ‘প্রিয় পুত্র আমার, এ বছর তো অবশ্যই, সামনের সময়টাও দুর্দান্ত কাটুক তোমার। আগামী বছরগুলোতে তোমার সুস্বাস্থ্য কামনা করছি। আমার হৃদয় সবসময় তোমার জন্য ভালোবাসায় পূর্ণ। তুমি যত বড় এবং শক্তিশালী হও না কেন! তুমি কখনই তোমার প্রতি আমার ভালোবাসাকে ছাড়িয়ে যেতে পারবে না— হ্যাপি নিউ ইয়ার।’ এর আগে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে গত ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে। নতুন বছরের প্রথম প্রহরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান নায়িকা পরীমণি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023