নতুন সিনেমায় সায়মা স্মৃতি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বিজ্ঞাপন, নাটকের পর এখন সিনেমা নিয়েই যেন তার ব্যস্ততা। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন তরুণ অভিনেত্রী সায়মা স্মৃতি। এরইমধ্যে শেষ করেছেন তিনটি সিনেমার শুটিং। এরমধ্যেই আবার চুক্তিবদ্ধ হলেন নতুন সিনেমায়। সিনেমার নাম ‘অগ্নিশিখা’। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে গাজীপুরের পূবাইলে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এরপর নতুন বছরের প্রথম দিকে দ্বিতীয় ধাপের শুটিং হবে মানিকগঞ্জ।

সায়মা স্মৃতি বলেন, ‘অগ্নিশিখা’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি আমি। যেহেতু গল্প এবং আমার চরিত্রটি চমৎকার। তাই আমি এই সিনেমায় কাজ করছি। আশা করছি সবার সহযোগিতায় আমি আমার চরিত্রটি যথাযথভাবে দর্শকের সামনে ফুটিয়ে তুলতে পারব।

নির্মাতা আরিফুর জামান আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করছি। একটানা শুটিং এর কাজ শেষ করা হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সায়মা স্মৃতি। এরপর তিনি অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। অভিনয় করেছেন ছোটপর্দার নাটকেও। এরপর নাম লেখান সিনেমায়। অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’ সিনেমায় সাইমন সাদিক, আবু সাঈদের ‘সংযোগ’-এ আবদুন নূর সজল ও এইচ আর হাবিবের ‘জলকিরন’ সিনেমায় সুমিতের বিপরীতে দেখা যাবে এই তরুণ তুর্কীকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023