ক্লাসরুম মাতাবেন তাহসান-ঐশী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

এসএসসি ২০০১ সালের ব্যাচের ফেসবুককেন্দ্রীক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর তৃতীয় বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে আগামীকাল (২৮ অক্টোবর)। এ উপলক্ষে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কনসার্টের আয়োজন করা হয়েছে। এদিন ক্লাসরুম মাতবেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান, সংগীতশিল্পী ঐশী ও রাফায়েল।

এর আগের দুই বর্ষপূর্তিতে ক্লাসরুম মাতিয়ে গেছেন নগর বাউল জেমস, পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সী, মোশাররফ করিম, জুঁইসহ জনপ্রিয় অনেক মুখ।

দিনব্যাপী এই আনন্দ আয়োজনে ক্লাসরুমের ব্যাচমেটদের অংশগ্রহণে কালচারাল প্রোগ্রাম, ব্যান্ড সংজ্ঞা (রাফায়েল-মুরসালীন)-এর পার্ফমেন্স, লটারি প্রাইজ ডিস্ট্রিবিউশন, লেজার শো, ডিজে শো এবং এর ধামাকা পারফরম্যান্স। পুরো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মডেল-অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023