অভিনয় থেকে কি বিদায় নিচ্ছেন চিত্রনায়িকা সালওয়া?

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

গতকাল বুধাবর সিলেটের এক সাবেক সংসদ সদস্যের ছেলে নবাব আলী হাসিব খানের নামে প্রাণনাশের হুমকি অভিযোগ তোলেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এর ঘণ্টা কয়েক পর সেই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন এই চিত্রনায়িকা। আর ‘ক্ষমা’ চেয়ে আরেকটি পোস্ট করেন সালওয়ার। যেখানে তিনি জানান, ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের কারণে রাগের বশবর্তী হয়ে ফেসবুকে পোস্টটি তিনি করেছেন।

এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত নিশাত নাওয়ার সালওয়া অভিনয় ছাড়ার ইঙ্গিত দিলেন। এক ফেসবুক পোস্টে এই নবাগত নায়িকা লিখেছেন, ‘সবাইকে সালাম। আশা করি, কিছুটা সময় নিয়ে এই দীর্ঘ পোস্টটি পড়বেন। আমি সিলেটের মেয়ে। আপনারা ইতোমধ্যে জানেন আমি চারটি চলচ্চিত্রে কাজ করেছি। একটি মুক্তি পেয়েছে। প্রফেশনালিজমের জায়গা থেকে এগুলোর অবশিষ্ট কাজে আমার অংশগ্রহণ করতে হবে। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির যেকোনো চাকচিক্য থেকে আমার কাছে পারিবারিক বন্ধন ও মূল্যবোধের মর্যাদা অনেক বেশি, একজন সিলেটি রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে।’

তিনি আরও লিখেছেন, ‘সিলেট বিভাগের কুলাউড়া উপজেলা (জুরি- কমলগঞ্জের একাংশসহ) জনগণের ভোটে সর্বাধিকবার নির্বাচিত এমপি নবাব আলী আব্বাস খান আমাকে তার নিজ কন্যার মতো স্নেহ করেন। যার রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দুর্নীতির তকমা নেই। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। তার পুত্র নবাব আলী হাসিব খানের সঙ্গে তৃতীয় ব্যক্তির ইন্ধনে আমাদের সম্পর্কের অবনতি ঘটে।’

সালওয়া লেখেন, ‘আমাদের পরিবার চায়নি পবিত্র হজ পালনের পর আমি পুনরায় চলচ্চিত্রে কাজ করি। এ থেকে আমাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরবর্তীতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে সবকিছুর পরে আমার একান্ত উপলব্ধি আমাদের জীবনে সবকিছুর উর্ধ্বে পারিবারিক বন্ধন ও ভালোবাসা। ক্ষণস্থায়ী কোনো কিছুর জন্য নিজের পারিবারিক শান্তি বিনষ্ট করার কোনো মানে হয় না।’

সবশেষে নিশাত সালওয়া বলেন, ‘আমি আমার এ ক্ষুদ্র ক্যারিয়ারে আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবসময় আমার পাশে থাকার জন্য। বিশেষ করে সিলেট এর মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী সিলেটবাসীর জন্য কাজ করে যেতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিশাত নাওয়ার সালওয়া প্রথম সিনেমা ‘বীরত্ব’। তবে এর আগে তিনি কাজ করেছেন ‘স্বপ্টেম্ন দেখা রাজকন্যা’, ‘এই তুমি সেই তুমি’ ও ‘বুবুজান’ সিনেমায়।

সাইদুল ইসলাম রানার পরিচালনায় ‘বীরত্ব’ সিনেমায় সালওয়ার নায়ক ইমন। আরও আছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপুসহ অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023